সম্পাদকীয়

সম্ভব নহে বর্ণনা গো
যেমন তুমি আছ হে গুণী
খোদার পরেই শ্রেষ্ঠ তুমি
সংক্ষেপে মোরা এই জানি।
যথার্থই বলেছেন কবি। প্রিয়নবী সাল­াল­াহু আলাইহি ওয়াসাল­াম সৃষ্টির সর্বশ্রেষ্ঠ নিয়ামত, মহান আল­াহ রাব্বুল আলামিনের প্রিয়তম বন্ধু। বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ তিনি। যখন গোটা বিশ্ব জাহিলিয়াতের ঘোর তমসায় নিমজ্জিত ছিল, তখন পথহারা মানুষকে সত্যের দিশা দেওয়ার জন্য আরব মরুভূমির মক্কা নগরীতে তিনি আবির্ভূত হলেন। তাঁর আগমন-আলোকে উদ্ভাসিত হলো আঁধার পৃথিবী। উল­াসিত হলো পৃথিবীর তামাম মাখলুক। দুরুদ ও সালামে মুখরিত হলো আসমান-জমিন।
নবীজির প্রতি ভালোবাসাই মুমিনের ইমানের পূর্ণতা আনে। হাদিসে পাকে এ মর্মে বাণীও রয়েছে-‘তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত পিতামাতা, পরিবার-পরিজন, সন্তান-সন্তুতি এমনকি পৃথিবীর সবকিছু থেকে আমাকে বেশি মহব্বত করবে।’
আমরা নবীজির মহব্বতে আমাদের অন্তর পূর্ণ করব। নবীজির সুন্নত মোতাবেক আমাদের জীবনকে উৎসর্গ করব। আল­াহ আমাদের প্রিয়নবী সাল­াল­াহু আলাইহি ওয়াসাল­ামের রঙে জীবন রঙিন করার তাওফিক দান করুন। আমিন।

Comments

comments

About